‘বরিসকে সবাই ব্রিটেনের ট্রাম্প মনে করে, এটা দারুণ বিষয়’

Looks like you've blocked notifications!

ব্রেক্সিট সংকটের জেরে প্রায় তিন বছর আগে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের স্থলাভিষিক্ত থেরেসা মেকে সরিয়ে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন বরিস জনসন। ইউরোপের অনেক নেতার মধ্যে অন্যতম নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে মার্কিন গণমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করা হয়।

সংবাদমাধ্যম দ্য জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে খোদ ট্রাম্পকে এক সাংবাদিকরা প্রশ্ন করেন, আসলেই কী বরিস জনসন ডোনাল্ড ট্রাম্পের মতো? তিনি কী ব্রিটেনের ট্রাম্প?

উত্তরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা একজন দারুণ মানুষ পেয়েছি যে কি না ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী হচ্ছেন, বরিস জনসন। তিনি একজন ভালো মানুষ। তিনি একজন শক্তিশালী এবং স্মার্ট লোক।’

তারপর ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বরিসকে সবাই ব্রিটেনের ট্রাম্প মনে করে। এটা দারুণ বিষয়। তার মানে সেখানেও লোকজন আমাকে পছন্দ করে। আর তাই আমার মতো একজনকে ওরা বেছে নিয়েছে। বরিস অসাধারণ। তিনি তার দায়িত্ব দারুণভাবে পালন করবেন।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প টুইট করে বরিসকে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় বরিস জনসনকে অভিনন্দন। তিনি হবেন বিশাল।’