'পাপের শহর গোয়া হচ্ছে ভারতের যৌনতার রাজধানী'

Looks like you've blocked notifications!

ভারতের ছোট্ট একটি রাজ্য গোয়া। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্যে পর্যটকদের ভিড় সারাবছরই লেগে থাকে। গোয়ার প্রধান আকর্ষণ সেখানকার সমুদ্র সৈকত। কিন্তু সে রাজ্যের কংগ্রেস বিধায়ক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফালেইরো মনে করেন, দিনে দিনে ভারতের 'যৌনতার রাজধানী' হয়ে উঠছে গোয়া।

শুধু তাই নয়, গোয়াকে 'পাপের শহর' হিসেবেও আখ্যা দেন লুইজিনো ফালেইরো। আর এ জন্য তিনি সরাসরি দায়ী করেছেন গোয়ার বিজেপি পরিচালিত সরকারকে।

সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, সোমবার ভারতের গোয়া বিধানসভায় পর্যটন বিভাগে অনুদান মঞ্জুরের বিষয়ে আলোচনা চলছিল। সেই আলোচনায় অংশ নিতে গিয়েই এ কথা বলেছেন কংগ্রেসের ওই বিধায়ক। তিনি বলেন, ‘ক্যাসিনো, মাদক ও যৌনব্যবসার লাগামহীনতা গোয়াকে পাপের শহরে পরিণত করেছে। এভাবে চলতে থাকলে আমরা ভারতের যৌনতার রাজধানীতে পরিণত হব। তারপর দেশের মাদকের রাজধানীতে।' এসবের কারণ হিসেবে তিনি সরাসরি আঙুল তুলেছেন বিজেপি পরিচালিত সরকারের কর্মকাণ্ডের দিকে। তার অভিযোগ, রাজস্বের লোভেই এই সব কর্মকাণ্ডের বাড়বাড়ন্ত নিয়ে কোনো পদক্ষেপ করছে না বর্তমান সরকার।