ব্রাজিলে ভারি বৃষ্টির ফলে ভূমিধসে নিহত ১৩
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পারনাবুকোর রেসিফে মেট্রোপলিটন এলাকায় ভারি বৃষ্টির ফলে হওয়া ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের এক সরকারি বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানায় সিনহুয়া।
পারনাবুকো ফায়ার ডিপার্টমেন্টের তথ্যমতে, ভূমিধসের কারণে নিহত ওই ১৩ জনের মধ্যে পাঁচজন রেসিফে, তিনজন ওলিন্দা ও পাঁচজন আবরেও ই লিমার বাসিন্দা।
মঙ্গলবার শুরু হওয়া ভারি বৃষ্টির ফলে ব্রাজিলের বেশ কয়েকটি শহরে গাছপালা ভেঙে পড়াসহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রেসেফি মেট্রোপলিটন এলাকা, যেখানে চার মিলিয়নের বেশি মানুষ বসবাস করে।
ভারি বৃষ্টিতে ভূমিধসের ঘটনায় স্থানীয় স্কুল-কলেজ বন্ধ রয়েছে। রেসিফে সিভিল ডিফেন্সের তথ্যমতে, ছয় ঘণ্টা ধরে ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাত আরো কয়েক দিন স্থায়ী হবে।