ফিলিপাইনে দুই দফা ভূমিকম্প, নিহত ৮, আহত অর্ধশতাধিক

Looks like you've blocked notifications!

ফিলিপাইনের উত্তরাঞ্চলের বাতানেস প্রদেশে কয়েক ঘণ্টার ব্যবধানে আঘাত হানা দুটি ভূমিকম্পে অন্তত আটজন নিহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পদ্বয়ের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৪ ও ৫ দশমিক নয়।

আজ শনিবার ভোর ৪টায় প্রথম ও সকাল সাড়ে সাতটার দিকে দ্বিতীয় ভূমিকম্প আঘাতে হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রথম ভূমিকম্পে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও দ্বিতীয়বারের ভূমিকম্পে আট ব্যক্তি নিহত হয়। এ ছাড়া আহত হয় আরো অন্তত ৬০ জন মানুষ।

ফিলিপাইনের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী পরিচালক রিকার্ডো জালাদ বলেন, ‘সকাল ৯টার দিকে আটজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়।’

এ ছাড়া বাতানেস শহরের পুলিশ সার্জেন্ট উজি ভিলা বলেন, ‘মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগই ঘুমিয়ে থাকায় ভূমিকম্প টের পাননি।’

ভূমিকম্পে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।