পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, ১০ সেনা নিহত

Looks like you've blocked notifications!

পাকিস্তানের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে  শনিবার  নিরাপত্তা বাহিনীর ওপর পৃথক দুটি হামলায় অন্তত ১০ সেনা নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

আফগানিস্তানের সীমান্তের কাছে উত্তর ওয়াজিরিস্তানের গুরবাজ এলাকায় সেনাদের একটি টহল দলের ওপর প্রথম হামলাটি হয়। এতে ছয় সেনাসদস্য নিহত হন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বেলুচিস্তান প্রদেশে আধা-সামরিক বাহিনীর একটি টহল দলের ওপর হামলা চালায় জঙ্গিরা। এ সময় চার সেনাসদস্য নিহত হন।

উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলের হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের তালেবান গোষ্ঠী। তবে অন্য হামলাটির দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।