গলা পানিতে নেমে বন্যার লাইভ করলেন পাক সাংবাদিক (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

অনেক সময় প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা হরহামেশাই খবর সংগ্রহ করে থাকেন। খবরের সত্যতা তুলে ধরতে নিজের জীবনের হুমকির কথাও ভুলে যান। এমন অনেক উদাহরণ রয়েছে। কিন্তু তাই বলে গলা পানিতে নেমে লাইভ!

হ্যাঁ, বন্যার লাইভ রিপোর্টিং করতে গিয়ে অভিনব পন্থা বেছে নিলেন পাকিস্তানি এক সাংবাদিক। পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, পানির নিচে তলিয়ে গেছে প্রত্যন্ত অঞ্চল। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এই ভয়াবহ বন্যা পরিস্থিতি টেলিভিশনে লাইভ করতে গিয়ে গলা পর্যন্ত পানিতে বুম হাতে নেমে পড়লেন জি-টিভির এক সাংবাদিক। এ সময় গলা পর্যন্ত পানির নিচে থাকা অবস্থায় তার হাতে দেখা যায় টেলিভিশনের বুম। সেই বুমে বন্যা পরিস্থিতি তুলে ধরছিলেন তিনি।

তার এই সংবাদের ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। গলা পানিতে নেমে লাইভ করা ওই সাংবাদিকের নাম আজাদার হুসেন। সিন্ধু নদের পানি কতটা বিপৎসীমার ওপর দিয়ে বইছে সেই চিত্র তুলে ধরতেই তিনি নামে গলা পানিতে।