আফগানিস্তানে বোমা বিস্ফোরণ, নিহত ৩৪

Looks like you've blocked notifications!

আফগানিস্তানে পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে একটি বাসের অন্তত ৩৪ জন যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। বিস্ফোরণে অন্তত ১৭ জন আহত হয়েছে।

ফারাহ প্রদেশের সরকারি কর্মকর্তা মুহিব্বুল্লাহ মুহিবের বরাত দিয়ে প্রেস টিভি জানায়, কান্দাহার-হেরাত মহাসড়কে বোমাটি পেতে রাখা ছিল। যাত্রীবাহী বাসটি ওই পথ দিয়ে যাওয়ার সময় বোমাটিতে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে।

এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ। অবশ্য আফগানিস্তানে এ ধরনের হামলার পেছনে সাধারণত তালিবান জড়িত থাকে বলে প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়। এদিকে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র ফারুক বারাকজাই।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সেনা মোতায়েন রাখলেও এখন পর্যন্ত দেশটিতে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসেনি।