বেলুচিস্তানে বোমা হামলা, নিহত পাঁচ

Looks like you've blocked notifications!

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। ভয়াবহ এ বিস্ফোরণে নারী ও শিশুসহ আহত হয়েছেন আরো ৩৮ জন।

সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানায়, বুধবার পুলিশকে লক্ষ্য করে চালানো এই হামলার দায় এরই মধ্যে স্বীকার করে নিয়েছে দেশটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে কুয়েটা পুলিশের ডিআইজি আবদুল রাজ্জাক চিমা বলেন, ‘মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে বাচা খান চক এলাকায় সিটি পুলিশ স্টেশনের সামনে একটি গাড়িকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ধারণা করা হচ্ছে, উপস্থিত পুলিশ সদস্যদের লক্ষ্য করেই বিস্ফোরণটি ঘটানো হয়েছিল।’

পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, ‘হামলাটি আসলে আত্মঘাতী কি না, তা এখনো পরিষ্কার নয়। যদিও প্রাথমিকভাবে পুলিশের টহলরত সেই গাড়ির কাছে একটি পার্ক করা মোটরসাইকেলেই বোমাটি রাখা ছিল বলে ধারণা করা হচ্ছে।’