মহারাষ্ট্রে বন্যার পানিতে ভেসে এলো কুমির!

Looks like you've blocked notifications!

বন্যাকবলিত ভারতের মহারাষ্ট্র রাজ্যে দেখা দিয়েছে নতুন এক আতঙ্ক। রাস্তার ধারের নর্দমায় ভেসে বেড়াতে দেখা গেছে কুমিরকে। আর এ নিয়েই স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয়। গত ২৬ জুলাই রাজ্যের রত্নগিরির চিপলুনে রাস্তার ধারের একটি নর্দমা থেকে আট ফুট লম্বা কুমিরটি উদ্ধার করা হয়। এরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই কুমিরের ছবি।

জানা গেছে, কুমিরটি নর্দমায় ভেসে বেড়াতে দেখে বন অধিদপ্তরকে খবর দেন স্থানীয়রা। এরপর বন অধিদপ্তরের কর্মকর্তারা গিয়ে কুমিরটি উদ্ধার করেন।

মহারাষ্ট্র বন অধিদপ্তর থেকে জানানো হয়েছে, চলতি মৌসুমে মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। অতিরিক্ত বৃষ্টির ফলে স্থানীয় নদীর পানি উপচে লোকালয়ে চলে এসেছে। আর ওই নদীর পানি ধরেই লোকালয়ে ঢুকছে কুমির।

এ ঘটনায় মহারাষ্ট্রের বন বিভাগের কর্মকর্তা ভি কে সার্ভে জানিয়েছেন, ‘কুমিরটি উদ্ধার করে অনুকূল পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।’

ভি কে সার্ভে বলেন, ‘বর্ষার সময় লোকালয়ে সরীসৃপ ঢুকে পড়াটা নতুন কোনো ঘটনা নয়। আমরা এ সময় লোকালয় থেকে প্রচুর সরীসৃপ উদ্ধার করি।’

তবে বন অধিদপ্তরের কর্মকর্তারা এ ধরনের ঘটনাকে স্বাভাবিক বলে দাবি করলেও মহারাষ্ট্রজুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে।