নাক গলাবেন না, ভারতকে নেপালের সতর্কবাণী
নেপালের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে ভারতকে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ভারত-নেপাল সীমান্তে এক ভারতীয় তরুণ নিহত হওয়া এবং আদিবাসীদের বিক্ষোভ নিয়ে উত্তেজনার মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী এমন হুঁশিয়ারি দিলেন।
এনডিটিভি জানিয়েছে, নেপালের কাঠমান্ডুর বীরগঞ্জ শহরের ভারত-নেপাল সীমান্তে কাস্টমসের তল্লাশিচৌকিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় পুলিশ। গতকাল সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে চালানো নেপাল পুলিশের গুলিতে আশীষ রাম (১৯) নামের এক ভারতীয় তরুণ নিহত হয়েছেন। তিনি বিহার রাজ্যের সীমান্ত শহর রাক্সাউলের বাসিন্দা।
ভারতীয় তরুণ নিহতের ঘটনার পর পরই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন এবং ঘটনার পূর্ণ তদন্তের আহ্বান জানান। পরে নেপালের রাষ্ট্রদূতকেও তলব করা হয়।
তরুণ নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নেপালের প্রধানমন্ত্রী কাঠমান্ডুতে একটি অনুষ্ঠানে ভারতীয় নীতির কঠোর সমালোচনা করেন। তিনি ভারতের বিরুদ্ধে মাধেস-ভিত্তিক রাজনৈতিক দলগুলোকে সমর্থন দেওয়ার অভিযোগ তোলেন।
ওলি বলেন, ‘ভারত কেন মাধেস-ভিত্তিক দলগুলোর পেছনে লাইন দিয়েছে। ক্ষুব্ধ গোষ্ঠীগুলোর দুঃখ-দুর্দশা দেখার দায়িত্ব নেপালের।’ তিনি বলেন, ‘নেপালের সংববিধান কোনো দেশকে লক্ষ্য করে করা হয়নি।’
নতুন সংবিধানের বিরুদ্ধে গত ২৪ সেপ্টেম্বর থেকেই বিক্ষোভ করছে ভারতীয় বংশোদ্ভুত মাধেসিরা। তাদের দাবি, নতুন সংবিধানে কারণে তারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নতুন সংবিধানের বিরুদ্ধে চলা আন্দোলনে এখন পর্যন্ত নেপালে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, মাধেসিদের বিক্ষোভের কারণে সীমান্তে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ আছে। যে কারণে নেপালে জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। সীমান্তের দুই পাশেই ট্রাকের সারি জমেছে। সীমান্তে পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক করতেই বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। পরে বাধ্য হয়ে তাঁরা গুলি চালায়।