সৌদি আরবের দাম্মামে ক্ষেপণাস্ত্র হামলা

Looks like you've blocked notifications!

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। তবে এই হামলায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, সৌদি আরবের দাম্মামে দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি বিদ্রোহীরা। এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সৌদি আরবের পক্ষ থেকে এব্যাপারে পরিষ্কার কোনো তথ্য জানা যায়নি।

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন সীমান্তের কাছের সৌদির এই প্রদেশ সম্প্রতি হুতি বিদ্রোহীদের অন্যতম টার্গেটে পরিণত হয়েছে। প্রায়ই দাম্মামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি ভবনে হামলা চালিয়ে আসছে ইয়েমেনে এই বিদ্রোহী গোষ্ঠীটি।