ব্লগার হত্যা নিয়ে জাতিসংঘে বক্তব্য দিলেন বন্যা
বাংলাদেশ সরকার ব্লগার হত্যাকারী ও তাঁদের ওপর হামলাকারীদের শাস্তি দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন নিহত লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় সোমবার এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ দিবস উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বন্যাকেও আমন্ত্রণ জানায় জাতিসংঘ।
বন্যা বলেন, ‘বাংলাদেশ সরকার অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজন মানুষকে গ্রেপ্তার করেছে। সরকারের উচিত ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা। কিন্তু তা না করে তারা কিছু ব্লগারকেই ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখার অপরাধে গ্রেপ্তার করে। এ বছর প্রথম তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সরকার পুরোপুরি চুপ ছিল। এরপর চতুর্থ হত্যাকাণ্ডের পর যখন তাদের কিছু বলার জন্য জোর দেওয়া হলো তখন তারা আমাদের বলল, আমরা যেন লেখালেখির বিষয় নিয়ে সতর্ক থাকি।’
এর আগে জাতিসংঘের নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও সাম্প্রতিক সময়ের সব ব্লগার হত্যায় উদ্বেগ প্রকাশ করে পূর্ণ তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান জানায় জাতিসংঘ। একই সঙ্গে এ ঘটনাগুলোর জন্য দায়ী অপরাধীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়।
এক ব্রিফিংয়ে মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিক সাংবাদিক হত্যা-সংক্রান্ত তথ্য উল্লেখ করে বলেন, গত ১০ বছরে ৭০০-এর বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর মধ্যে মাত্র ৭ শতাংশ সাংবাদিক হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে। এ ছাড়া ১০টি হত্যার মধ্যে সর্বোচ্চ একটির ঘটনার পূর্ণ তদন্ত হয়েছে।