সিপিএম নেতা মোহাম্মদ সেলিম বললেন

জম্মু-কাশ্মীরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল কেন্দ্রীয় সরকার

Looks like you've blocked notifications!

ভারতের জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদের তীব্র বিরোধিতা করল সিপিএম। সিপিএম নেতা সাবেক সাংসদ মোহাম্মদ সেলিম তাঁর ফেসবুক লাইভে বলেন, কাশ্মীরের ওপর থেকে ৩৭৯ ও ৩৫-এ ধারা লোপ করা গণতন্ত্রের ওপর হামলা এবং একটি বেআইনি সিদ্ধান্ত। শুধু রাজনৈতিক স্বার্থের কারণে কেন্দ্রের মোদি সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করল।

সেলিম বলেন, ‘ভারতের সঙ্গে থাকার জন্য জম্মু-কাশ্মীরকে এ বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছিল। ৩৭০ ধারা রদ করে জম্মু-কাশ্মীরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল কেন্দ্রীয় সরকার।

তিনি প্রশ্ন তোলেন, ‘যে কেন্দ্রীয় সরকার দেশকে সন্ত্রাসমুক্ত করতে পারেনি এত দিনেও, যেখানে সন্ত্রাসের ভয়ে অমরনাথ যাত্রা শেষ করতে পারে না, তারা কী করে এই সিদ্ধান্ত নেয়?’

সেলিম বলেন, ‘সংসদে নতুন বিল আনতে গেলে দু-তিন দিন আগে প্রতিলিপি দিতে হয়। কেন্দ্রীয় সরকার তা দেয়নি। উল্টো ৩৭০ ধারা বিলোপ করে সংবিধানকে আঘাত করে কাশ্মীরের পরিস্থিতি আরো জটিল করে তুলল। এর ফলে পাকিস্তানি ও সন্ত্রাসবাদীদের লাভ হবে। সুবিধা পাবে বিচ্ছিন্নতাবাদীরা।

কেন্দ্রের সরকারের এ সিদ্ধান্তের ফলে কাশ্মীরে গণতন্ত্রপ্রেমী মানুষের কণ্ঠরোধ করা হলো।’

ভারতের কেন্দ্রীয় সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতায় আগামীকাল বুধবার ভারতজুড়ে প্রতিবাদ দিবস পালন করবে সিপিএম।