ট্রেনে তরুণীকে মাদক মেশানো আইসক্রিম খাইয়ে যৌন হয়রানি

Looks like you've blocked notifications!

দিল্লি-রাঁচি রাজধানী এক্সপ্রেসে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে। অভিযুক্ত টিকিট পরীক্ষক ও ট্রেনের আরেক কর্মীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ওই ছাত্রীর পরিচিত একজন ওই ঘটনার কথা জানিয়ে টুইট করেন মঙ্গলবার রাতে। তাঁর অভিযোগ, ওই ছাত্রীকে মাদক মেশানো আইসক্রিম খাওয়ানো হয়। তিনি তাঁর টুইটে লেখেন, ‘ট্রেনের এক কর্মী ও টিকিট পরীক্ষক যুগ্মভাবে তাঁকে যৌন হয়রানির চেষ্টা করে ট্রেনে। তাঁকে মাদক মেশানো আইসক্রিম খাওয়ানো হয়। এফআইআর দায়ের করার আগেই কি রেল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেবে অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে, নাকি সে স্বাধীন ভাবে ঘুরে বেড়াবে এবং অন্য কোনো যাত্রীকে ভয় দেখাবে। দুঃখের!’

তিনি টুইটে আরো লেখেন, ‘আক্রান্ত তরুণী একজন ছাত্রী এবং তিনি ভয় পাচ্ছেন আইনি ঝামেলায় গেলে হয়তো তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না।’

ওই টুইটে রেলমন্ত্রী ও অন্যান্য সিনিয়র কর্মকর্তাকে ট্যাগ করা হয়েছে। ওই ছাত্রী একটি অভিযোগ এরই মধ্যে দায়ের করেছেন।

টুইটটির উত্তরে কর্তৃপক্ষ জানায়, ‘এই অশুভ আচরণের জন্য আমরা দুঃখিত। বিষয়টিতে প্রয়োজনীয় মনোযোগ দেওয়া হয়েছে এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়িত্বপ্রাপ্তদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করতে এবং তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’