‘আশুলিয়ায় পুলিশ হত্যার দায় স্বীকার আইএসের’
ঢাকার আশুলিয়া থানা এলাকায় তল্লাশিচৌকিতে এক শিল্প পুলিশকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) বলে জানিয়েছে ইন্টেলিজেন্স গ্রুপ সাইট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
গতকাল বুধবার সকালে আশুলিয়ার নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে তল্লাশিচৌকিতে দায়িত্ব পালাবদলের সময় পুলিশের ওপর এ হামলা চালানো হয়। নিহত পুলিশ সদস্যের নাম মুকুল। এ ঘটনায় আহত হন নূর আলম নামের আরেক পুলিশ সদস্য।
পুলিশ জানায়, হামলার ঘটনায় উগ্রপন্থীদের হাত থাকতে পারে। এ ছাড়া গত ২২ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গাবতলীতে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় নিহত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইব্রাহীম মোল্লা হত্যাকাণ্ডের সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে।