ভারতকে থামাতে যুক্তরাষ্ট্রকে আরো কঠোর হওয়ার আহ্বান পাকিস্তানের

Looks like you've blocked notifications!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে যাতে সরে আসে, এ বিষয়ে ভারতকে চাপ দিতে যুক্তরাষ্ট্রকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদ খান শুক্রবার বিখ্যাত মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই পরমাণু অস্ত্রধারী দেশের মধ্যকার সংঘাত নিরসনে ওয়াশিংটনকে আরো কঠোর ও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘খোলাখুলিভাবে বললে, মার্কিন যুক্তরাষ্ট্রের আরো শক্ত অবস্থান নেওয়া উচিত ছিল, দরকার ছিল।’

তবে যুক্তরাষ্ট্র কাশ্মীর ইস্যুতে তাদের অবস্থানে সহসাই কোনো পরিবর্তন আনতে যাচ্ছে না বলে জানিয়ে দিয়েছে দেশটি। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মুখপাত্র মর্গান ওর্তেগাস বলেন, ‘কাশ্মীর ইস্যুটি যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা একে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

গত সোমবার ভারতের সংসদে বিলটি পাস হওয়ার পরও মার্কিন যুক্তরাষ্ট্র একই অবস্থান ব্যক্ত করে।

সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত বলেন, ‘পাকিস্তান অত্র অঞ্চলে স্থিতিশীলতা চায় এবং ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের পক্ষ থেকে আরো সক্রিয় ভূমিকা দেখতে চায়।’ তিনি বলেন, ‘ভারত পুরো কাশ্মীর উপত্যাকাকে পৃথিবীর সবচেয়ে বড় কারাগারে রুপান্তরিত করছে। ফলে সেখানে সংঘাত আরো ছড়িয়ে পড়বে।’

কাশ্মীর নিয়ে দিল্লির এই সিদ্ধান্তের পর ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ কমিয়ে দেওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করেছে পাকিস্তান।