মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রীর দাবি

‘জওহরলাল নেহরু একজন ক্রিমিনাল’

Looks like you've blocked notifications!

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একজন অপরাধী (ক্রিমিনাল)—এমন মন্তব্য করেছেন ভারতের মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভারতের কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ জারি নিয়ে মন্তব্য করতে গিয়ে এমন দাবি করেন তিনি।

গতকাল শনিবার শিবরাজ সিং বলেন, ‘জওহরলাল নেহরু একজন ক্রিমিনাল। পাকিস্তানের হামলাকারী আদিবাসীদের যখন ভারতীয় সেনা তাড়া করছে, তখন আচমকাই যুদ্ধবিরতি ঘোষণা করে দেন তিনি। আর সে সুযোগেই কাশ্মীরের এক-তৃতীয়াংশ দখল করে নেয় পাকিস্তান। ওই সময় আর কয়েক দিন যদি যুদ্ধবিরতি না হতো, তাহলে গোটা কাশ্মীরটাই ভারতের হতো।’

এখানেই থেমে থাকেননি শিবরাজ সিং চৌহান। কাশ্মীর উপত্যকায় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ জারি করা নিয়েও জওহরলাল নেহরুকে একহাত নেন মধ্যপ্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী।

শিবরাজ সিং চৌহান বলেন, ‘জওহরলালের দ্বিতীয় অপরাধ হলো, ৩৭০ অনুচ্ছেদ জারি করা। যেখানে একটাই দেশে, সেখানে জম্মু-কাশ্মীরের জন্য আলাদা পতাকা, ভিন্ন আইন, ভিন্ন শাসক। এটা শুধু দেশের প্রতি অবিচারই নয়। দেশের বিরুদ্ধে অপরাধ।’

মধ্যপ্রদেশের সাবেক এই মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘জম্মু ও কাশ্মীরের জন্য ৩৭০ অনুচ্ছেদ চালু করা একটি ভুল সিদ্ধান্ত ছিল, যা এত দিন পর শুধরে নিল মোদি সরকার।’