সিডনিতে নারীকে ছুরিকাঘাত, দুর্বৃত্তকে পাকড়াও পথচারীদের
অস্ট্রেলিয়ার সিডনিতে এক নারীকে ছুরিকাহত করার পর এক সশস্ত্র ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ওই ব্যক্তি অস্ট্রেলিয়ার আরো কয়েকটি স্থানেও মানুষের ওপর হামলার চেষ্টা করেছিল।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ কর্মকর্তা গ্যাভিন উড বলেন, ‘সৌভাগ্যবশত ওসব হামলায় কেউ আহত হননি।’
পুলিশ কর্মকর্তা গ্যাভিন উড আরো জানান, আহত নারীকে স্থানীয় একটি হোটেল থেকে উদ্ধার করা হয়। আহত ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে সিডনি শহরের রাস্তায় ছুরি হাতে এক ব্যক্তিকে দৌড়াতে দেখা যায়। এরপর পথচারীদের হাতে ধরাশায়ী হন ওই ব্যক্তি।
Just witnessed incredible bravery from members of the public and @FRNSW officers chasing down a man on a stabbing rampage in Sydney’s CBD. He is now under arrest. @7NewsSydney pic.twitter.com/wNKatejHVp
— Andrew Denney (@Andrew_Denney) August 13, 2019
এদিকে, এ ঘটনার পর সিডনির ক্ল্যারেন্স স্ট্রিট ও কিংস স্ট্রিট এলাকা এড়িয়ে চলতে স্থানীয় জনগণকে পরামর্শ দিয়েছে সেখানকার প্রশাসন।
অনলাইনে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, হামলার ঘটনাস্থলে অবস্থান করছেন জরুরি বিভাগের কর্মীরা। এ ঘটনার বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।