মার্কিন দুই মুসলিম কংগ্রেসওমেনকে জেরুজালেমে ঢুকতে দেবে না ইসরায়েল

মার্কিন যুক্তরাষ্ট্রের দুই মুসলিম কংগ্রেসওমেন রাশিদা তালিব ও ইলহান ওমরকে জেরুজালেমে ঢুকতে দেওয়া হবে না বলে সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিপি হোতভলি এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘সিদ্ধান্ত হয়েছে, তাদেরকে ঢুকতে দেওয়া হবে না।’
খুব শিগগিরই জেরুজালেমে ইসরায়েলবিরোধী একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল ওই দুই ডেমোক্রেট কংগ্রেস সদস্যের। ইসরায়েলও এতে বাধা দিতে পারে বলে খবর বের হয়। তা-ই সত্য হলো।
তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বলেছে, কংগ্রেস সদস্যরা যদি পারিবারিক ভ্রমণের আবেদন করেন তাহলে বিষয়টি ইতিবাচকভাবে দেখা হবে।
এর আগে দুই কংগ্রেস সদস্য ফিলিস্তিনপন্থী বয়কট, ডাইভেস্টমেন্ট, স্যাংশন (বিডিএস) আন্দোলনের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। ইসরায়েলকে বয়কট, দেশটিতে বিনিয়োগে নিরুৎসাহ ও তাদের সঙ্গে বাণিজ্য ও পণ্য কেনাবেচায় নিষেধাজ্ঞার আহ্বান জানায় বিডিএস মুভমেন্ট।
ইলহান ওমর ফিলিস্তিন প্রশ্নে দুই রাষ্ট্রের সমাধানে বিশ্বাস করেন বলে এর আগে জানা যায়। তবে রাশিদ তালিব এখানে একক রাষ্ট্রের সমাধানের কথা বলে থাকেন।