ঘুষ নিয়ে ধরা পড়লেন ভারতের সেরা পুলিশ

Looks like you've blocked notifications!
গ্রেপ্তারের পর কনস্টেবল পাল্লে তিরোপাঠি রেড্ডি। ছবি : সংগৃহীত

একদিনের ব্যবধানে মাটিতে মিশিয়ে গেল ভারতীয় পুলিশের এক কনস্টেবলের সম্মান। গত ১৫ আগস্ট ‘সেরা কনস্টেবল অ্যাওয়ার্ড’ জুটেছিল কপালে। ২৪ ঘণ্টা পার না হতেই ছিনিয়ে নেওয়া হয়েছে সেই সম্মান।

সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানায়, ঘুষ নিতে গিয়ে হাতে না হাতে ধরা পড়েন ভারতের তেলেঙ্গানা রাজ্যের কনস্টেবল পাল্লে তিরোপাঠি রেড্ডি। শুক্রবার হঠাৎই হানা দেয় দুর্নীতি দমন ব্যুরো (এসিবি) সদস্যরা। তখনই ১৭ হাজার রুপি ঘুষ নিচ্ছিলেন কনস্টেবল রেড্ডি। তাই ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

খবরে বলা হয়, কনস্টেবল রেড্ডি স্থানীয় বালু ব্যবসায়ী মুদাবাথ রমেশের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার হুমকি দিয়ে হয়রানি করতেন। রমেশের করা অভিযোগের ভিত্তিতে রেড্ডিকে গ্রেপ্তার করে বিশেষ আদালতে হাজির করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।