মৃত ভেবে কাছে যাওয়ায় ব্যক্তির ঘাড়ে কামড়ে ধরল চিতা (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

মহাসড়কে গাড়ির ধাক্কায় আহত হয়ে রাস্তার পাশে পড়ে ছিল একটি চিতাবাঘ। দেখে সবাই ভেবেছিল চিতাটি মরে পড়ে আছে। উৎসাহী মানুষজন চিতাটিকে দেখতে সেখানে ভিড় জমান। কেউ কেউ আবার কাছে গিয়ে ছবিও তোলার চেষ্টা করেন। আর তখনই ঘটে ভয়াবহ সেই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, চিতাবাঘটি মারা গিয়েছে ভেবে অনেকেই তার নাগালের মধ্যে চলে আসেন। অনেকে ছবি তুলতে থাকেন। কিন্তু হঠাৎই চিতাটি উঠে ঝাঁপিয়ে পড়ে মাঝবয়সী এক ব্যক্তির উপর। তারপর ওই ব্যক্তির ঘাড়ে কামড় বসায় হিংস্র চিতাটি।

তবে সৌভাগ্যবশত কোনক্রমে বাঘের কবল থেকে প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি। পরে আহত চিতাবাঘটিকে উদ্ধার করেন বনকর্মীরা। আহত বাঘ ও ওই ব্যক্তির চিকিৎসা চলছে।

খবরে বলা হয়, সোমবার কলকাতা রাজ্যের ফালাকাটার দলগাঁও চা বাগানের কাছে ভয়াবহ ঘটনাটি ঘটেছে।