সিলিং থেকে খাটের ওপর পড়ল বিশাল সাপ
দেয়ালে একটা টিকটিকি দেখলেই ভয়ে অন্তর কেঁপে উঠে। আর যদি হঠাৎই সিলিং থেকে ধপ করে খাটের ওপর পড়ে একটা বিশাল সাপ, তাহলে? এমনই এক লোমহর্ষক ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে জানায়, সাপ ধরার একটি সংগঠন, সানশাইন কোস্ট স্নেক ক্যাচারস তাদের ফেসবুক পোস্টে তুলে ধরেছে গোটা ঘটনাটি।
খবরে বলা হয়, কুইন্সল্যান্ডের গ্লাসহাইজ মাউন্টেনের একটি বাড়িতে হঠাৎই সিলিং থেকে খাটের ওপর এসে পড়ে বিশাল একটি কার্পেট পাইথন। দেয়ালে লাইটের ফিটিংয়ে আটকে ছিল সাপটি। সম্ভবত সাপটি নিজের ওজন ধরে রাখতে না পেরে খাটের ওপর এসে পড়ে।
তবে সেই সময় খাটে কেউ শুয়ে ছিলেন না। ফলে কোন বিপদ ঘটেনি। পরে সানশাইন কোস্ট স্নেক ক্যাচারস সদস্যরা এসে সাপটিকে ধরে নিয়ে যায়।