গ্রিনল্যান্ড বিক্রিতে রাজি না হওয়ায় ডেনমার্ক সফর বাতিল করলেন ট্রাম্প
গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করা হবে না—ডেনমার্কের প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের ফলে ডেনমার্ক সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২ সেপ্টেম্বর ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেটের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ডেনমার্ক যাওয়ার কথা ছিল ট্রাম্পের। এ সময় গ্রিনল্যান্ড কেনার বিষয়ে দেনদরবার করার ইচ্ছে ছিল ট্রাম্পের। সে সুযোগ না থাকায় সফর বাতিলের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট।
গত সপ্তাহে ট্রাম্প জানান, ডেনমার্কের অন্তর্ভুক্ত স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ড অঞ্চলটি কিনতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন সাফ জানিয়ে দেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির জন্য নয়। তিনি এই প্রস্তাবকে ‘অর্থহীন’ বলে উল্লেখ করেন।
সফর বাতিলের সিদ্ধান্ত জানাতে টুইটে ট্রাম্প বলেন, ‘ডেনমার্ক অসম্ভব ভালো মানুষের একটি দেশ। কিন্তু গ্রিনল্যান্ড বিক্রির বিষয়ে আলোচনায় ড্যানিশ প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেনের অনীহামূলক মন্তব্যের কারণে আমি দুই সপ্তাহ পরের সফরসূচি বাতিল করছি।’
হোয়াইট হাউসের এক মুখপাত্র প্রেসিডেন্টের সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন বলে বিবিসির খবরে জানানো হয়েছে।