সংসদ অধিবেশন চলাকালে শিশুকে দুধ খাওয়াচ্ছেন স্পিকার! (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

বাচ্চা পালন করা কি শুধু মায়েরই দায়িত্ব? কখনোই নয়। বাবা-মা দুজনের সমান দায়িত্ব থাকে একটা বাচ্চার প্রতি। তা না হলে কোনো দিনই বাচ্চার সঠিক লালন-পালন সম্ভব নয়। আগের দিনে বাবারা অনেকটা গা এলিয়ে চলতেন সব দায়ভার মায়ের ওপর চাপিয়ে দিয়ে।

কিন্তু এখন যুগ বদলেছে। কোনো কাজই কারো একার নয়। তা বিশ্ব বুঝতে শিখেছে। তেমনই এক কাজ করে নজির গড়লেন এক সংসদের স্পিকার।

নিউজিল্যান্ড সংসদের স্পিকার ট্রেভর মালারড এমন এক কাজ করলেন, যা এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল। আর তাঁর এই কাজ জয় করে নিয়েছে হাজারো মানুষের মন।

সাধারণত স্পিকারের কাজ সুন্দরভাবে সংসদ অধিবেশন পরিচালনা করা। কিন্তু এদিন সভায় উপস্থিত ছিলেন এক নারী এমপি। তাঁর সঙ্গে ছিল সদ্যজাত সন্তান। অধিবেশন চলাকালে কাঁদছিল সেই বাচ্চাটি। তা দেখে সেই শিশুটিকে কোলে তুলে স্পিকারের সিটে বসে দুধের বোতল থেকে দুধ খাওয়াতে খাওয়াতে সভা পরিচালনা করলেন ওই স্পিকার।

আর এই দৃশ্য মন কেড়ে নিয়েছে সকলের। নেটিজেনরা ওই ঘটনার ভিডিও ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। ট্রেভর নিজেও ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।