পণ্ডিতের কথায় গরুর বদলে দেওয়া হলো কিশোর বলি

Looks like you've blocked notifications!

দুটি ষাঁড় জোগার করতে না পেরে ১৫ বছর বয়সী এক কিশোরকে বলি দিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের এক প্রত্যন্ত গ্রামে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, সেখানকার এক পণ্ডিত তাদের দুটি ষাঁড় বলি দিতে বলে। কিন্তু তারা ষাঁড়ের ব্যবস্থা করতে না পেরে গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরকে বলি দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, স্থানীয় আশান্দারা থানার স্টেশন হাউস অফিসার অক্ষয় কুমার বলেন, ‘থারপুর গ্রামের একটি পরিবার মানসিকভাবে অসুস্থ তাদের সন্তানদের বাঁচাতে এক পণ্ডিতের কাছে গেলে তাদের পরামর্শ দেন দুটি পশু অথবা কোনো মানুষ বলি দিতে।

ওই পণ্ডিতের কথা মতো সেই পরিবার দুটি ষাঁড়ের ব্যবস্থা করতে না পেরে তাদের একই গ্রামের দিবাকর যাদব নামের এক কিশোরকে বলি দেয়।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, হত্যার দায়ে ওই পরিবারের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা হলেন রামগোপাল, তার মা সরস্বতী এবং তাদের আত্মীয় রামশঙ্কর। ওই পরিবারের তিন সন্তান মানসিকভাবে অসুস্থ বলেও জানান তিনি।