লিবিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জাতিসংঘের

Looks like you've blocked notifications!

লিবিয়ায় ‘পুরোপুরি গৃহযুদ্ধ’ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক প্রতিবেদনে গতকাল বৃহস্পতিবার গুতেরেস বলেন, ‘দ্রুত পদক্ষেপ না নিলে লিবিয়ার বর্তমান সংঘাত পুরোপুরি গৃহযুদ্ধে পরিণত হবে।’ খবর বার্তা সংস্থা এএফপির।

প্রতিবেদনটিতে জাতিসংঘের মহাসচিব লিবিয়া সংঘাতের রাজনৈতিক সমাধানের উপায় খুঁজে বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। লিবিয়ায় শক্তিশালী নেতা খলিফা হাফতারের অনুগত বাহিনী এপ্রিলের গোড়ার দিকে জাতিসংঘ স্বীকৃত জাতীয় ঐক্যের সরকারের হাত থেকে রাজধানী ত্রিপোলির দখল নিতে হামলা শুরু করে।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমি ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকায় বিমান হামলা বা গোলাবর্ষণসহ বিস্ফোরক অস্ত্রের ব্যবহার বন্ধ করতে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

হাফতার বাহিনীর হামলা শুরুর পর থেকে ত্রিপোলি উপকণ্ঠে সংঘাতে এ পর্যন্ত এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং এক লাখ ২০ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।

গুতেরেস আরো বলেন, ‘লিবিয়া সংঘাতের রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ ও ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।’