মোদির নাম নিতেই ইলেকট্রিক শক খেলেন পাক মন্ত্রী (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

বিতর্কিত জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমালোচনা করার সময় আচমকা ইলেকট্রিক শক খেয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ‘কাশ্মীর ঘণ্টা’ নামক এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গত শুক্রবার কাশ্মীরি জনগণের লড়াইয়ের প্রতি একাত্মতা জানিয়ে পাকিস্তান সরকারের নেওয়া আধা ঘণ্টার কর্মবিরতি পালন করছিলেন রেলমন্ত্রী রশিদ আহমেদ।

মন্ত্রীর নিজ বাসভবনের সামনে আয়োজিত জনসমাবেশে বক্তৃতার সময় তিনি বলেন, নরেন্দ্র মোদি, আমরা আপনার উদ্দেশ্য জানি।

এ কথা বলার সঙ্গে সঙ্গেই হাতে থাকা মাইক্রোফোনের তারে ইলেকট্রিক শক খান তিনি। পরে পরিস্থিতি সামলে আবারও বক্তৃতা শুরু করেন রশিদ আহমেদ। তারপর তিনি হাসতে হাসতে বলেন, কিছু হয়নি, কিছু হয়নি...। পরে একটি কাপড় দিয়ে মাইক্রোফোন পেঁচিয়ে হাতে নেন।

রশিদ আহমেদ বলেন, মোদি এ বৈঠক নস্যাৎ করতে পারবেন না। তার এ মন্তব্যের পর উপস্থিত জনতার মাঝে হাসির রোল পড়ে যায়।