অবিশ্বাস নিয়েই অক্টোবরে চীন-যুক্তরাষ্ট্র বৈঠক
চলমান বাণিজ্যযুদ্ধ নিরসনের লক্ষ্য নিয়ে আগামী মাসের শুরুতে ওয়াশিংটনে বৈঠকে বসার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। তবে ওই বৈঠক কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে দ্বিধান্বিত দুই পক্ষই।
যুক্তরাষ্ট্র ও চীনের বৈঠকের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ওই বিবৃতিতে জানানো হয়েছে, বেইজিং সময় আজ বৃহস্পতিবার সকালে মার্কিন ট্রেজারি সচিব ও মার্কিন সরকারের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে টেলিফোনে কথা বলেন চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ হে। এ সময়ই অক্টোবরের শুরুতে ওয়াশিংটনে বৈঠকে বসার বিষয়ে সম্মত হন তিনি।
এদিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে মার্কিন ট্রেজারি প্রতিনিধির কার্যালয়ও একটি বিবৃতি দিয়েছে। তবে বিবৃতিতে নির্দিষ্ট কোনো দিন উল্লেখ না করে জানানো হয়েছে, ‘আসন্ন কয়েক সপ্তাহের মধ্যে’ দুদেশের মধ্যে মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক বসবে।
চীনা পণ্যের ওপর আগামী মাসের শুরু থেকে প্রথম দফা এবং ডিসেম্বরে আরেক দফা শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতেই সম্ভাব্য আলোচনায় সম্মত হওয়ার বিষয়টি আপাতত নিশ্চিত হলো। গত মাসে যুক্তরাষ্ট্র ও চীন মধ্যকার বাণিজ্য সম্পর্কের চরম অবনতি হওয়ার জেরে দুশ্চিন্তায় পড়ে যান বৈশ্বিক বিনিয়োগকারীরা। কারণ বাণিজ্য সংকটের বিরূপ প্রভাব পড়ছেদু দেশের অর্থনীতিতেই।