মুগাবের জন্মদিনে হাতিভোজ

Looks like you've blocked notifications!
ফুলের মালা পরা জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। বাঁয়ে তাঁর মেয়ে বোন ও ডানে স্ত্রী গ্রেস

বয়স তাঁর ৯১। কিন্তু উদযাপনে অনেক তরুণের চেয়েও তরুণ আর আয়েশি। তিনি জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। ৯১তম জন্মদিনের বিশেষ আয়োজন হিসেবে তিনি কর্মী-সমর্থকদের খাইয়েছেন হাতি ।

এএফপির বরাত দিয়ে দ্য ডন-এর খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল শনিবার জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলস এলাকায় অবস্থিত ভিক্টোরিয়া ফলস রিসোর্টে আড়ম্বরপূর্ণ জন্মদিন পালন করেন মুগাবে। এতে যোগ দেন তাঁর দলের হাজার হাজার কর্মী-সমর্থক। মুগাবের দল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়টিক ফ্রন্টের (জেডএএনইউ-পিএফ) সমর্থকরা দলীয় পোশাকে নেচে-গেয়ে নেতার জন্মদিন পালন করেন। তাঁদের হাতে ছিল মুগাবের ছবি।

৯১তম জন্মদিনে স্ত্রী গ্রেসের সঙ্গে সমবেতভাবে আকাশে ৯১টি বেলুন ছোড়েন মুগাবে। বিশেষ আয়োজন হিসেবে হোটেলের গলফ মাঠে জবাই করা হয় হাতি। অতিরিক্ত অতিথিদের জায়গা দিতে সাদা তাঁবু নির্মাণ করা হয় সেখানে। তাঁবুতে সাজিয়ে রাখা হয় সাতটি কেক। এর একটি ছিল ৯১ কেজি ওজনের।

জন্মদিনে মুগাবের এ আয়োজনের সমালোচনা করেছেন সমালোচকরা। তাঁদের মতে, জিম্বাবুয়ের মতো দেশে যেখানে লাখ লাখ গরিবের লোক বাস, সেখানে এ ধরনের উদযাপন স্থূল।

১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ে শাসন করছেন রবার্ট মুগাবে। তিনি বিশ্বের প্রবীণতম শাসক।