মার্কিন প্রেসিডেন্ট পদে লড়বেন না রমনি
যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির রিপাবলিকান পার্টির নেতা মিট রমনি। গতকাল শুক্রবার নিজের সমর্থকদের জন্য দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান ৬৭ বছর বয়সী এই নেতা।
২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে হেরে যান রমনি। এর আগে ২০০৮ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে প্রার্থী হওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি।
বিবিসি জানিয়েছে, এবারের নির্বাচনে দলের অন্য নেতাদের প্রার্থী হওয়ার সুযোগ দিতেই নিজে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিবৃতিতে রমনি বলেছেন, তিনি মনে করেন তাঁর দলের নতুন প্রজন্মের নেতাদের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য বেশ কঠিন ছিল জানিয়ে রমনি বলেন, ‘তবে আমি মনে করি দল এবং দেশের জন্য এটাই সর্বোত্তম সিদ্ধান্ত।’
অবশ্য এ মাসের শুরুতেই দলের দাতাদের সঙ্গে বৈঠকে আবারো নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনার করা বলেছিলেন মিট রমনি। এর এক মাস যেতে না যেতেই নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি।
২০১৬ সালে যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ, নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি এবং সিনেটর র্যান্ড পল প্রতিদ্বন্দ্বিতা করা কথা ভাবছেন। আর ডেমোক্র্যাটদের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নাম ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি।