কাশ্মীরিদের পক্ষ নেওয়ায় শেহলার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

Looks like you've blocked notifications!

ভারতীয় সেনাবাহিনীর নির্যাতনে কারণে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে কাশ্মীরের রাজনৈতিক ও সমাজকর্মী শেহলা রশিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

গত ১৮ আগস্ট ভারতীয় সেনাবাহিনীর নির্যাতন নিয়ে একাধিক টুইট করেন শেহলা রশিদ। সেই টুইটের কারণেই গত ৩ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে দিল্লি পুলিশ।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, রাষ্ট্রদ্রোহিতা ও দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১২৪-এ , ১৫৩, ১৫৩-এ, ৫০৪ এবং ৫০৫ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে খেয়ালখুশি মতো বাড়িতে অভিযান চালাচ্ছে এবং বাসিন্দাদের তুলে নিয়ে যাচ্ছে বলে তথ্য প্রকাশ করেন শেহলা রশিদ। তবে শেহলার এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।