আগামী ১৪ দিন চন্দ্রযান-২ খুঁজবেন বিজ্ঞানীরা
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া চন্দ্রযান-২ (বিক্রম ল্যান্ডার) খোঁজার জন্য আগামী ১৪ দিন ধরে কাজ করার কথা জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও-ইসরো) চেয়ারম্যান কে শিভান।
ত্রুটিযুক্ত পরিকল্পনার ফলে চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকা অবস্থায় গত শুক্রবার গভীর রাতে চন্দ্রযানটির সঙ্গে বিজ্ঞানীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিন রাতে চাঁদের ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন বিজ্ঞানী কে শিভান। ভারতীয় রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের সঙ্গে আলাপচারিতায় কে শিভান বলেছেন, ‘যখন বিক্রম ল্যান্ডার চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিলোমিটার উপরে ছিল, তখনই ত্রুটিযুক্ত পরিকল্পনার ফলে চূড়ান্ত যোগাযোগ শেষ হয়ে যায়। শেষ অংশটি সঠিকভাবে কার্যকর করা হয়নি। সেই পর্যায়েই ল্যান্ডারের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে আর আমরা যোগাযোগ স্থাপন করতে পারিনি।’
শুক্রবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিট নাগাদ ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট পরে এই বিজ্ঞানী ঘোষণা করেন, ‘বিক্রম ল্যান্ডারের উড্ডয়ন পরিকল্পনা অনুযায়ীই হয়েছে এবং ২.১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্বাভাবিকভাবেই কাজ করছিল ল্যান্ডার। পরবর্তী সময়ে ল্যান্ডার থেকে গ্রাউন্ড স্টেশনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।’
রাত তখন ২টা ১৬ মিনিটে, বেঙ্গালুরুর ইসরো কেন্দ্রে উৎসুক চোখে অপেক্ষা করে থাকা সমস্ত কর্মী ও বিজ্ঞানীর সামনে এই ঘোষণা করেন শিভান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে সকাল ৮টা নাগাদ হাজির হন। তিনি অবশ্য আস্থা হারাননি। বেশ কয়েকবার বিজ্ঞানীর পিঠে চাপড় দেন মোদি।
দূরদর্শনের সঙ্গে শনিবার কথোপকথনের সময় কে শিভান প্রধানমন্ত্রী মোদিকে ‘অনুপ্রেরণা ও সমর্থনের উৎস’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘তাঁর ভাষণটি আমাদের অনুপ্রেরণা দিয়েছিল। তাঁর বক্তৃতায় আমি যে বিশেষ অংশটি লক্ষ করেছি তা হলো, বিজ্ঞান ফলাফলের জন্য নয়, বরং পরীক্ষা করার জন্যই এবং পরীক্ষাগুলোই চূড়ান্ত ফলাফলের দিকে পরিচালিত করবে।’