সুদানে বন্যা ও ভারি বৃষ্টিতে ৭৮ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!

আফ্রিকার দেশ সুদানে ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যায় গত দুই মাসে ৭৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ভিত্তিক মানবাধিকার সংস্থা।

সংবাদ সংস্থা ইউএনবি জানায়, জাতিসংঘের সমন্বয় ও মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান তদারকি কর্মকর্তা ম্যারি কেলার শনিবার এপিকে বলেন, ছাদ ধসে ও বিদুৎস্পৃষ্ট হয়ে বেশি মারা গেছে।তিনি আরো জানান, বন্যায় ৪১ হাজার ঘর-বাড়ি নষ্ট হয়েছে এবং দেশটির ১৮টি রাজ্যের মধ্যে ১৬ রাজ্যের তিন লাখ ৪৬ হাজার ৩০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে বন্যার কারণে মানুষ বিভিন্ন পানিবাহীত রোগে আক্রান্ত হওয়ায় মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।