পাকিস্তানের বাণিজ্য সম্মেলন মাতালেন বেলি ড্যান্সাররা (ভিডিওসহ)
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/09/photo-1567996168.jpg)
পাকিস্তানে বিনিয়োগে আকৃষ্ট করতে আজারবাইজানের বাকুতে এক বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হয়। সে সম্মেলনে স্টেজ মাতালেন বেলি ড্যান্সাররা। সম্মেলনের আয়োজন করেছিল পাকিস্তানের সারহাদ চেম্বার অব কমার্স। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিনিয়োগ টানতে এই উদ্যোগ।
বিনিয়োগ সম্মেলনে বেলি ড্যান্সারের নাচের কয়েকটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পাকিস্তানের মানবাধিকারকর্মী গুল বুখারি এমন একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
When General Doctrine Chief Economist tries to lure investors into the Pakistan Investment Promotion Conference in Baku, Azerbaijan with belly dancers.... pic.twitter.com/OUoV85wmnV
— Gul Bukhari (@GulBukhari) September 7, 2019
KPK province of Pakistan, where Imran khan is ruling since 6 years, is organising investment conference in Azerbaijan. Islamic Republic is attracting investors by showing cabaret & belly. pic.twitter.com/6rmW7fMQ9U
— Arif Aajakia (@arifaajakia) September 7, 2019
এর আগে ইমরান খানের সরকার চীন, সংযুক্ত আরব আমিরাত ও আইএমএফের কাছে অর্থ সহায়তা চেয়েছে। সংযুক্ত আরব আমিরাত এরই মধ্যে সহায়তা পাঠিয়েও দিয়েছে। তবে আইএফএফ জানিয়েছে, তারা পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে। পাশাপাশি ৬০০ কোটি ডলার ঋণ দেওয়ার কথাও জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থা।