চন্দ্রযান-২ নিয়ে পাকিস্তানের রসিকতার মজার জবাব (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

চাঁদের মাত্র ২১০০ মিটার ওপরে থাকার সময় ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়। ওইটুকু সময় পার করতে সময় লাগত সর্বোচ্চ চার মিনিট। চাঁদে নামার ঠিক আগ মুহূর্তে ইসরোর রাডার থেকে হারিয়ে যায় বিক্রম। ল্যান্ডার বিক্রমের খোঁজ নেই। তাই ইসরোর সব আশা-ভরসা এখন অরবিটার।

ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই বেশ কিছু পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারী ভারত ও ইসরোকে নিয়ে ট্রল করতে শুরু করে।

ল্যান্ডার ও ইসরোর যোগাযোগ বিছিন্ন হওয়ার পর যখন গোটা বিশ্ব ইসরোর বিজ্ঞানীদের কুর্নিশ জানিয়েছে, তখন পাকিস্তানের একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভারতকে নিয়ে ট্রল শুরু করে।

তবে পাকিস্তানিদের সমালোচনার কড়া জবাব দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামি। তিনি তাঁর টুইটারে একটি ভিডিও শেয়ার করে সেটিকে পাকিস্তানের মহাকাশ মিশন বলে মজা করেছেন।

ভিডিওটি বেশ মজার। ভিডিওটির গান শুনে বোঝা যায় সেটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের কোনো র‍্যালির। ভিডিওটি শেয়ার করতেই সেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে।