Beta

কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৭

অনলাইন ডেস্ক

ইরাকের কারবালায় তাজিয়া মিছিলে পদদলিত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া আরো অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে কারবালা প্রান্তরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদরের বরাত দিয়ে এপি জানিয়েছে, ৩১ জন নিহত হয়েছেন। এ ছাড়া শতাধিক আহত হয়েছেন। তবে মোট আহতের সংখ্যা এখনো নিশ্চিত হতে পারেনি সরকারি কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ বলছে, কারবালা প্রান্তরে তাজিয়া মিছিলটি চলাকালে হঠাৎ হুড়োহুড়ি লেগে যায় লোকজনের মধ্যে। এতে আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছুটাছুটি করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। যেখানে পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু হয়।

Advertisement