জর্ডান উপত্যকা দখলে নেওয়ার ঘোষণা নেতানিয়াহুর

Looks like you've blocked notifications!
মঙ্গলবার তেল আবিবে এক অনুষ্ঠানে বক্তব্য দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : রয়টার্স

সামনে সপ্তাহের জাতীয় নির্বাচনে জিতে আবার সরকার গঠন করতে পারলে পশ্চিম তীরের অদখলকৃত অংশ দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

পশ্চিম তীরের উত্তর মৃত সাগর ও জর্ডান উপত্যকার ওপর ইসরায়েলি স্বার্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা বলেছেন নেতানিয়াহু। কট্টরপন্থী কয়েকটি দলের সমর্থন পেতে তিনি এমন প্রতিশ্রুতি দিয়েছেন বলে ধারণা বিশ্লেষকদের। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আগামী মঙ্গলবারের ভোটে বিরোধীদল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পার্টির সঙ্গে নেতানিয়াহুর লিকুদ পার্টির হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। জোট সরকার গঠনের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এজন্য ছোট দলগুলোর মন পেতে এমন বড়সড় প্রতিশ্রুতি দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

এ প্রসঙ্গে ফিলিস্তিনি কূটনীতিক সায়েব এরকাত বলেন, ‘এই দখলের চেষ্টা হবে শান্তি প্রচেষ্টার কফিনে শেষ পেরেকস্বরূপ।’

১৯৬৭ সালে পশ্চিম তীরের দখল নেয় ইসরায়েল। তবে কিছু অংশের দখল নিয়ে এ প্রক্রিয়া বন্ধ রাখে ইসরায়েল। তবে দীর্ঘদিন ধরে নেতানিয়াহু বলে আসছেন, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে জর্ডান উপত্যকার ওপর স্বার্বভৌমত্ব প্রতিষ্ঠা জরুরি।