ইরান আলোচনায় বসতে চায়, দাবি ট্রাম্পের

Looks like you've blocked notifications!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন, ইরানের নেতৃত্ব তাঁর সঙ্গে আলোচনা করতে চায়। ট্রাম্প জানান, জাতিসংঘের আসন্ন অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আয়োজন করার ব্যাপারে তিনি চেষ্টা করছেন। খবর এএফপির।

হোয়াইট হাউসে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের বলতে পারি যে ইরান আলোচনা করতে চায়।’

ট্রাম্প আরো জানান, তিনি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুত রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট এ মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে ইতিবাচক কোনো সাড়া দেওয়া হয়নি।

গত বুধবার ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করে রুহানি বলেছিলেন, ‘আমেরিকানদের অবশ্যই বুঝতে হবে যে শত্রুতা ও উষ্ণ সম্পর্ক একসঙ্গে চলতে পারে না। তাদের অবশ্যই এ নীতি ছাড়তে হবে।’

ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন। এর পর গত বছরের মে মাস থেকে চির শত্রু  তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চলছে।