জম্মু কাশ্মীরে যৌথ সরকারের ঐতিহাসিক শপথ

Looks like you've blocked notifications!
জম্মু কাশ্মীরের নতুন মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ। ফাইল ছবি

ভারতের মুসলিম অধ্যুষিত রাজ্য জম্মু কাশ্মীরে প্রথমবারের মতো ক্ষমতার অংশীদার হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। স্থানীয় সংগঠন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সঙ্গে যৌথভাবে সরকার গঠন করেছে তারা। 

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আজ রোববার পিডিপির বর্ষীয়ান নেতা মুফতি মোহাম্মদ সাঈদের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে যৌথ সরকারের যাত্রা শুরু হয়েছে। ২৫ সদস্যের এ মন্ত্রিসভায় বিজেপির বেশ কয়েকজন সদস্যরা আছেন। 

রাজ্যের জোরাওয়ার স্টেডিয়ামে এ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির জ্যেষ্ঠ নেতা এল কে আদবানি, মুরলি মনোহর জোশি, বিজেপির সভাপতি অমিত শাহ ও সাধারণ সম্পাদক রাম মাধব। শপথ গ্রহণের পর মুফতি সাঈদকে জড়িয়ে ধরেন নরেন্দ্র মোদি।

ওই সরকারে বিজেপির জ্যেষ্ঠ নেতা নির্মল সিং সহকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সরকারের অন্য কয়েকজন মন্ত্রী হলেন পিডিপির আবদুল রেহমান বিরী, হাসিব দ্রাবু, নাঈম আখতার, বাসারাত বুখারী। এ ছাড়া বিজেপির মন্ত্রীরা হলেন লাল সিং, চন্দ্র প্রকাশ, সুখনন্দন চৌধুরী ও বালি ভগত। বিজেপির প্রিয়া শেঠি ও পিডিপির আসিয়া নাক্কাশ দুই নারী আইনপ্রণেতা।

শপথ অনুষ্ঠান বর্জন করেছে কয়েকটি দলের জোট ন্যাশনাল কনফারেন্স।

১২তম মুখ্যমন্ত্রী হিসেবে সাঈদের শপথ নেওয়ার মধ্য দিয়ে কাশ্মীরে ৪৯ দিনের গভর্নর শাসনের অবসান ঘটল। ২৪ ডিসেম্বর রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর পদত্যাগ করেছিলেন।