বুধবার দিল্লিতে মোদি-মমতার বৈঠক
প্রায় ১৬ মাস পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আগামী বুধবার দিল্লিতে তাঁদের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে রাজ্য সচিবালয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। আর ওইদিনই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এরপর বুধবার বিকাল সাড়ে চারটায় মোদির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে মমতার।
বিভিন্ন সূত্র বলছে, মোদি-মমতা বৈঠকে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে গুরুত্ব পাবে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইস্যুটি।
মমতা ব্যানার্জী বিজেপি এবং নরেন্দ্র মোদির কঠোর সমালোচক। এ কারণে দুজনের মধ্যে খুব বেশি বৈঠক হতে দেখা যায় না। পশ্চিমবঙ্গের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য মমতা ব্যানার্জীর অফিস থেকে মোদির অফিসে যোগাযোগ করা হয়। এরপর তারা জানায়, বৈঠকটি বুধবার হবে।
এর আগে মোদির সঙ্গে মমতার সাক্ষাৎ হয়েছিল ২০১৮ সালের ২৫ মে। তখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়েছিলেন তাঁরা।