মুহাম্মদ (সা.) কে নিয়ে হিন্দু শিক্ষকের ‘কটুক্তি’, উত্তাল পাকিস্তান

Looks like you've blocked notifications!

পাকিস্তানে ধর্ম অবমাননা নিয়ে সৃষ্ট দাঙ্গায় অন্তত ৩০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি এলাকায় এই দাঙ্গা ছড়িয়ে পড়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, এক কিশোর তার স্কুলের হিন্দু প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলার পর প্রদেশটিতে দাঙ্গা শুরু হয়।

প্রতিবেদনে বলা হয়, মুসলমানদের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করেছিলেন ওই হিন্দু প্রধান শিক্ষক। এটি এক কিশোরের মাধ্যমে স্থানীয়রা জানতে পারলে সেখানে উত্তেজনার সৃষ্টি হয়।

এক পর্যায়ে উত্তেজিত জনতা স্থানীয় একটি মন্দির, দোকান এবং ওই স্কুলটিতে হামলা চালায়। অভিযুক্ত প্রধান শিক্ষক বর্তমানে ধর্ম অবমাননার দায়ে পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে।

দাঙ্গাকারীদেরও ধর্ম অবমাননার দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও মন্দিরে হামলার কারণে তাদের মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা কম।