স্ত্রীর খোঁজ রাখেন না, তবু স্বামীর জন্মদিনে মঙ্গল কামনা মোদি-পত্নীর

Looks like you've blocked notifications!
গতকাল সোমবার ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে পূজা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন আজ মঙ্গলবার। জন্মদিন উপলক্ষে স্বামীর মঙ্গল কামনায় মন্দিরে পূজা দিয়েছেন মোদির স্ত্রী যশোদাবেন। তবে জানা গেছে, স্ত্রীর কোনো খোঁজ রাখেন না নরেন্দ্র মোদি।

২০১৪ সালে লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় স্ত্রীর নাম উল্লেখ করেননি নরেন্দ্র মোদি। সে বছরই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। এরপর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় স্ত্রী যশোদাবেনের নাম উল্লেখ করলেও তিনি কী করেন, সে বিষয়ে কিছু উল্লেখ করেননি মোদি।

তবে স্বামীর কাছে ব্রাত্য হয়ে থাকলেও তাঁর মঙ্গল কামনায় পশ্চিমবঙ্গের আসানসোলের জাগ্রত মন্দির বলে পরিচিত কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে গতকাল সোমবার পূজা দেন স্ত্রী যশোদাবেন।

এদিন একটি অনুষ্ঠানে অংশ নিতে ঝাড়খন্ডের ধানবাদে গিয়েছিলেন তিনি। সেখান থেকে গতকাল দুপুরে কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে পূজা দেন যশোদাবেন। তবে প্রধানমন্ত্রীর স্ত্রীর মন্দিরে যাওয়ার খবর জানাজানি হতেই শুরু হয়ে যায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তৎপরতা।

ওই মন্দিরের সামনে রাজেশ প্রসাদের দোকানে ২০১ রুপি দিয়ে পূজার সামগ্রী কেনেন যশোদাবেন। মন্দিরের পুরোহিত বিল্টু মুখার্জি ও শুভংকর দেওঘরিয়াকে দিয়ে পূজা করান। তাঁদের হাতে ১০১ রুপি করে দক্ষিণা দিয়ে ধানবাদে চলে যান যশোদাবেন।

আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরের পুরোহিত বিল্টু মুখার্জি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্থতা ও মঙ্গল কামনায় আগে পূজা দেন যশোদাবেন। এরপর নিজের নামে পূজা দেন তিনি।’