ইসরায়েলে সাধারণ নির্বাচন আজ

ইসরায়েলের সাধারণ নির্বাচন আজ মঙ্গলবার। এই পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থি লিকুদ পার্টির সঙ্গে মধ্য ডানপন্থি নীল ও সাদা দলের তীব্র লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ৯ এপ্রিলের নির্বাচনে পঞ্চমবারের মতো জয়ী হন নেতানিয়াহু। অবশ্য ১২০ সদস্যের নেসেটে (এক কক্ষবিশিষ্ট ইসরায়েলের জাতীয় আইনসভা) সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারেননি নেতানিয়াহু। পরে ছয় মাসের জন্য পার্লামেন্ট ভেঙে দেন তিনি। আজকের নির্বাচনে প্রায় ৬০ লাখ মানুষ ভোট দেবেন বলে মনে করা হচ্ছে।
এ নির্বাচনে অংশ নেওয়া ইহুদি ডানপন্থি লিকুদ পার্টির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিপক্ষ সাবেক সেনাপ্রধান বেনি গান্টজ।
গত সপ্তাহে নেতানিয়াহু নির্বাচনী প্রচারকালে ঘোষণা করেন, জয়ী হলে ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্ডান উপত্যকাকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করবেন। তবে শুরু থেকেই নেতানিয়াহুর এমন পরিকল্পনার তীব্র সমালোচনা করে আসছে তুরস্ক।
ইসরায়েলি টিভি চ্যানেলগুলোর সবশেষ জনমত জরিপে বলা হচ্ছে, এবারের নির্বাচনে নেসেটের ১২০ আসনের মধ্যে নেতানিয়াহুর দল পাবে ৫৮টি আসন। অন্যদিকে বেনি গান্টজের নেতৃত্বাধীন প্রধান বিরোধী জোট কমপক্ষে ৫৩ আসনে জয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, জরিপে বলা হয় অ্যাভিগডর লিবারম্যানের ‘ইসরায়েল বেয়তেনু’ পাবে আটটি আসন, যা গত এপ্রিলের নির্বাচনের চেয়ে অন্তত তিনটি বেশি। এ ছাড়া ১২ শতাংশ ভোটার এখনো নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে জরিপের ফলাফলে উঠে আসে। টাইমস অব ইসরায়েলের একটি প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ভোট গ্রহণ শেষ হবে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টা)। এরপরই নতুন জোট গঠনের জন্য আলোচনা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।