ফুটবল ম্যাচ বিজয়ীদের গরু উপহার!
মাঠের চারপাশে সমবেত দর্শক। তাঁদের পাশে দড়ি দিয়ে বেঁধে রাখা একটি গরু। দেখে মনে হতে পারে, বাংলাদেশের গ্রামাঞ্চলের কোনো মাঠ এটি। কিন্তু তা নয়; সৌদি আরবের মদিনার আল-ফাহাদ কোম্পানির বলদিয়া ক্যাম্পে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে এমন দৃশ্য দেখা গেছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার দিকে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ফুটবলপ্রেমী দেশি-বিদেশি হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী সবুজ দলের হাতে একটি দেশি গরু ও ট্রফি দেওয়া হয়। গরুটির মূল্য ছিল পাঁচ হাজার রিয়াল বা এক লাখ ছয় হাজার টাকা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-ফাহাদ কোম্পানির হেরাম এরিয়ার সহকারী ম্যানেজার জহিরুল হুদা আলমগীর। অনুষ্ঠান পরিচালনা করেন ফাহাদ লেবার কোম্পানির সুপারভাইজার আহসান উল্লাহ শাহীন। তাঁকে সহযোগিতা করেন আবুল কালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মদিনা ফাহাদ কোম্পানির অ্যাসিস্ট্যান্ট অপারেশন ম্যানেজার, সৌদি নাগরিক আবদুর রহমান মাক্কী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রবাসীকল্যাণ সমিতির সভাপতি আবদুল মালেক মাদানী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সৌদি নাগরিক আবদুর রহমান বলেন, এ রকম ফুটবল টুর্নামেন্ট প্রবাসে বাংলাদেশিদের মেলবন্ধন তৈরি করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে আন্তরিকতার মাধ্যমে কমিউনিটিকে শক্তিশালী করতে ইতিবাচক প্রভাব রাখবে। তিনি এ ধরনের আয়োজন আরো বাড়ানোর পরামর্শ দেন এবং খেলায় অংশগ্রহণকারী দুই দলের ভূয়সী প্রশংসা করেন।