বাবরি মসজিদ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের
বাবরি মসজিদ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। আগামী ১৮ অক্টোবরের মধ্যে এই মামলার শুনানি শেষ করতে হবে। বুধবার এই মামলার ২৬তম শুনানির দিন চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট।
একই সাথে এই মামলার আবেদনকারীরা চাইলে মধ্যস্থতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারেন বলে জানিয়েছেন বিচারপতিরা।
জানা গেছে, উভয়পক্ষের আইনজীবীরা বুধবার সর্বোচ্চ আদালতে এই মামলার সম্ভাব্য শুনানির তারিখ সম্পর্কে একটি হলফনামা জমা দেন। সিএস বৈদ্যনাথন ও রাজীব ধাওয়ানের দেওয়া সম্ভাব্য তারিখের তালিকা দেখে অক্টোবরের ১৮ তারিখের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
এ বিষয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, ‘আসুন আমরা সবাই মিলে যৌথভাবে চেষ্টা করে অক্টোবরের ১৮ তারিখের মধ্যে শুনানি শেষ করি। এর জন্য যদি দরকার পড়ে তাহলে শুনানির সময়সীমা এক ঘণ্টা থেকে বাড়ানো হবে। দরকারে শনিবারেও শুনানি করা হবে।’
সুপ্রিম কোর্টের বিচারপতি এম কলিফুল্লার নেতৃত্বাধীন তিন সদস্যের মধ্যস্থতাকারী কমিটি গত সোমবার সুপ্রিম কোর্টকে একটি চিঠি পাঠায়।
ওই চিঠিতে কমিটির পক্ষ থেকে আবেদন জানানো হয়, এই মামলার উভযপক্ষের কাছ থেকেই তাদের কাছে ফের মধ্যস্থতা করার প্রস্তাব এসেছে। আদালত যদি মনে করে তবে তারা ফের এই প্রক্রিয়া শুরু করতে পারে।
ওই প্রসঙ্গ উল্লেখ করে বুধবার আদালত জানায়, যদি মামলাকারীরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিষয়টির সমাধান করতে পারে তাহলে কোনো আপত্তি নেই। আদালতে শুনানি চলার পাশাপাশি এই প্রক্রিয়া চলতেই পারে। তবে তাদের নেওয়া সিদ্ধান্ত আদালতের সামনে পেশ করতে হবে।