ইহুদিবাদী ইসরাইলের নির্বাচনে হেরে যাচ্ছেন নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি নির্বাচনে হেরে যাচ্ছে। ৯০ শতাংশের বেশি ভোট গণনা শেষে দেখা যাচ্ছে, সাবেক সামরিক প্রধান বেনি গান্টজের কাহুল লাভান পার্টি নেতানিয়াহুর দলের চেয়ে একটি আসন বেশি পেতে যাচ্ছে।
সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানায়, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি ৩১ আসনে জয় পাচ্ছে। অন্যদিকে বেনি গান্টজের দল পেয়েছে ৩২ আসন। দুই দলের মধ্যে পার্থক্য মাত্র একটি আসন হলেও সরকার গঠনের আলোচনায় সবচেয়ে বেশি আসনের অধিকারী দলের নেতা হিসেবে গান্টজ প্রাধান্য পাবে।
অবৈধ ইহুদিবাদী ইসরাইলের সংসদের আসন সংখ্যা ১২০। সরকার গঠনের জন্য দরকার ৬১ আসন। নেতানিয়াহু বা গান্টজ কেউই এককভাবে সরকার গঠন করতে পারবে না। সরকার গঠনের জন্য অন্য কোনো দলের সহযোগিতা নিতে হবে।
এবার সরকার গঠন করতে পারলে নেতানিয়াহু পশ্চিম তীরের জর্ডান ভ্যালিকে ইসরাইলের সঙ্গে একীভূত করার ঘোষণা দিয়ে রেখেছেন। তবে গোটা মুসলিম বিশ্ব ও জাতিসংঘ ওই পরিকল্পনার নিন্দা জানিয়েছে।
যুদ্ধবাজ নেতানিয়াহু হচ্ছে বর্ণবাদী ইসরাইলের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী।