দুবাই থেকে হোয়াটসঅ্যাপে স্ত্রীকে তিন তালাক দিলেন মুস্তফা!

Looks like you've blocked notifications!

ভারতে তিন তালাক আইনবিরোধী। এ-সংক্রান্ত একটি বিলও পাস হয়েছে। কিন্তু আইন হলেও তিন তালাক এখনো বন্ধ হয়নি। সম্প্রতি ভারতের কর্ণাটকের সিমোগার এক নারীকে তিন তালাক দিয়েছেন তাঁর স্বামী। তাও আবার দুবাই থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানায়, বিচারের আশায় তাই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আয়েশা নামের ওই নারী। এরই মধ্যে স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন আয়েশা।

আয়েশা বলেন, ‘আমার স্বামী মুস্তফা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে আমাকে তিন তালাক দিয়েছেন। কিন্তু আমি এই তালাক মানি না। আমি বিচার চাই।’

তবে পুলিশ জানিয়েছে, যেহেতু মুস্তাফা দুবাইয়ে থাকেন, সেহেতু তাঁরা এখন কিছু করতে পারবেন না।

আয়েশা আরো বলেন, ‘২১ বছর আগে আমাদের বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের পর আমার সন্তান হয়নি। তবে এ ব্যাপারে মুস্তফা কখনই কিছু বলেনি। এমনকি আমরা একটি মেয়েকে দত্তক নিয়েছিলাম। ওর বয়স এখন ১৬ বছর। এখন হুট করেই আমার স্বামী আমাকে তালাক দিয়েছেন।’

আয়েশা জানান, তাঁর স্বামীর পরিবার খুবই প্রভাবশালী। আর তাই থানার বাইরেই মামলাটি মিটিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। কিন্তু আয়েশা চান মেয়ে এবং স্বামীকে নিয়ে একসঙ্গে থাকতে।