বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ছাত্রীদের পোশাক নিয়ে কটূক্তির অভিযোগ
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ছাত্রীদেরকে উদ্দেশ্য করে কটূক্তির অভিযোগ তুলেছেন দেশটির সিপিআই (মার্ক্সবাদী) নেতা মোহাম্মদ সেলিম। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সেলিমের বিরুদ্ধে মানহানি মামলা করার কথা বলেছেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে গেলে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েন বাবুল সুপ্রিয়।
সিপিআইর পলিটব্যুরো নেতা মোহাম্মদ সেলিম টুইট বার্তায় দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কটূক্তি করেছেন—এমন প্রমাণ তাঁর কাছে রয়েছে। এ সময় তিনি বাবুলের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও তোলেন।
যাদবপুরের ঘটনায় বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ করেন শিক্ষার্থীদের একাংশ। তাঁদের দাবি, ছাত্রীদের উদ্দেশে কটূক্তি করেছেন বিজেপি সাংসদ। তাঁদের গায়ে হাতও তুলেছেন। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন আসানসোলের সাংসদ বাবুল।
সিপিআই নেতা মোহাম্মদ সেলিম টুইট করেন, ‘বাবুল সুপ্রিয় মেয়েদের জিজ্ঞেস করেছেন, কেন তাঁরা স্বপ্লবসনা হয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছেন? শুধু তাই নয়, তিনি কে সেটা বুঝিয়ে দেবেন বলে ছাত্রীদের তাঁর সঙ্গে রুমে দেখা করতেও বলেছেন বাবুল। এ ধরনের লোক বিজেপিই শুধু খুঁজে পায় কীভাবে?’
সেলিমের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বাবুল সুপ্রিয়। টুইটে সুপ্রিয় বলেন, ‘সেলিমবাবুকে ছুড়ে ফেলে দিয়েছে ওনার নিজের কেন্দ্র। ওনাকে অভিযোগ প্রমাণ করতে হবে নইলে মূল্য দিতে হবে। এ ধরনের নোংরা হিরোদের কথায় উত্তর দেব না। এটা অত্যন্ত নিম্নরুচির। আমার আইনজীবী বুঝে নেবে ব্যাপারটা।’
এর আগে বাবুলের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠলে বাবুল সুপ্রিয় ফেসবুকে অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা নিজেদের পোশাক নিজেরাই ছিঁড়ে একে অন্যের ঘাড়ে পড়ছিল। তারপর তারা বলতে শুরু করে, মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা তাদের নির্যাতন করেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে হেনস্তার শিকার হন। শুক্রবার বাবুল এ ঘটনার নিন্দা করে টুইট করেন। সেখানে তিনি লেখেন, যারা তাঁকে হেনস্তা করেছে, তাদের মানসিক পুনর্বাসন দেওয়া হবে। তিনি তাঁর টুইটে আক্রমণকারীদের ‘কাপুরুষ’ বলেন।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানায়, বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) নবীনবরণের আয়োজন করেছিল। সে অনুষ্ঠানে যোগ দিতে ক্যাম্পাসে ঢোকার পথে বাবুল সুপ্রিয়কে আটকে দিয়ে ‘গো ব্যাক বাবুল সুপ্রিয়’ স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বাবুলকে দেখার পর ক্যাম্পাসে কালো পতাকা দেখিয়ে স্লোগান দেয় সিপিআইএমের স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার সদস্যরা।
বাবুল সুপ্রিয় অভিযোগ করেন, ‘একদল শিক্ষার্থী আমাকে চুল ধরে টেনে নেয়, ধাক্কা মারে এবং আমার শার্ট ছিঁড়ে ফেলে।’