কারবালায় আইএসের বোমা হামলা, নিহত ১২

Looks like you've blocked notifications!

ইরাকে এক বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত শনিবার দেশটির কারবালা প্রদেশের শিয়া শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস এই হামলার দায় স্বীকার করেছে বলে এক প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল।

কারবালার উত্তর চেকপয়েন্টে একটি বাসে বিস্ফোরণের ঘটনায় পাঁচজন আহত হয়েছে বলে নগরীর স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এই ঘটনায় নিরাপত্তা বাহিনী জানিয়েছে যে তারা বাসে বিস্ফোরক রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।

ইরাক উগ্রপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে তিন বছর যুদ্ধের পর ২০১৭ সালের শেষদিকে আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করেছিল। তবে চরমপন্থী স্লিপার সেলগুলো সারাদেশে সরকারী অবস্থানের বিরুদ্ধে, বিশেষত চেকপোস্টগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।