পাকিস্তানের কাশ্মীরে ভূমিকম্পে নিহত বেড়ে ১৯

Looks like you've blocked notifications!

পাকিস্তানের উত্তরাঞ্চল আজাদ কাশ্মীরে মঙ্গলবার শক্তিশালী ৫.৮ মাত্রার ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক মানুষ। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে বাড়িঘরসহ বিভিন্ন ভবন।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন এ খবর নিশ্চিত করেছে।

পাকিস্তান নিয়ন্ত্রিত ‘আজাদ’ কাশ্মীরের মিরপুর শহর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে সেখানকার বিভাগীয় কমিশনার।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর থেকে ১৪০ কিলোমিটার দূরে এবং ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল।

এই ভূমিকম্পে পুরো আজাদ কাশ্মীরের পাশাপাশি ইসলামাবাদ, লাহোর এবং খাইবার পাখতুন অঞ্চলও কেঁপে উঠে। এ ছাড়া ভারতের দিল্লি, চণ্ডীগড়, জম্মু-কাশ্মীর এবং হিমাচল প্রদেশের কিছু অংশেও কম্পন অনুভূত হয়।

ভূকম্পনের কারণে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ছাড়া ভূমিকম্পের পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ছেয়ে যায় এ সম্পর্কিত বিভিন্ন পোস্টে।